ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ঈদের সামগ্রী পুলিশের মাঝে বিতরণ
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে পুলিশ হাসপাতালের সদস্য ও আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
৪এপ্রিল (বৃহস্পতিবার) সকাল এগারো ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ হাসপাতালে কর্মরত ১৭ জন পুলিশ সদস্য এবং ৮ জন সিভিল স্টাফকে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম,পিপিএম নিজ হাতে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি এবং শাড়ি তুলে দেন। পরবর্তীতে ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৪৪ জন আউটসোর্সিং সদস্যদের মাঝে পুলিশ সুপার ঈদ উপহার হিসেবে চাল, ডাল, আটা, চিনি সহ অন্যান্য খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে দেন।
ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপারের এই মহতী উদ্যোগ হাসপাতালে কর্মরত পুলিশ সদস্য এবং আউটসোর্সিং সদস্যদের ঈদের আনন্দকে বহুগুনে বর্ধিত করবে বলে আমরা আশাবাদী।উপহার সামগ্রী বিতরণকালে সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন মোঃ রায়হানুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার, এসএএফ, ময়মনসিংহ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন