মশার জ্বালায় বাঁচি না, বরাদ্দ করা কোটি টাকা কই যায় : বিচারপতি
হাইকোর্টে ঢাকা শহরের বায়ু দূষণের একটি মামলার কার্যক্রম চলছিল। যেখানে বিচারপতি কে এম কামরুল কাদের ঢাকার দুই সিটি করপোরেশনের আইনজীবীকে উদ্দেশে করে প্রশ্ন করেন, মশা নিধনে কোটি কোটি টাকা যায় কোথায়?
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।
বিচারপতি আরো বলেন, মশার জ্বালায় বাঁচি না। মশার জন্য প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ হয়, এই টাকা কই যায়! আল্লাহ ভালো জানেন।
এ সময় সিটি করপোরেশনের আইনজীবী উঠে বললেন, আমরা চেষ্টা করছি।
বিচারপতি আইনজীবীর কথার পরিপ্রেক্ষিতে আবারো বলেন, এসবে হবে না। দুর্নীতি কমান। আমি বলছি না বন্ধ করে দেন। কমান। তাহলেই মানুষ শান্তি পাবে। মশার কামড়ে মানুষ হাসপাতালে যাচ্ছে বেশি।
একই সঙ্গে ঢাকা শহরের বায়ু দূষণ প্রতিরোধে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা দুই সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তর, দুই সিটি করপোরেশন সহ সংশ্লিষ্টদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন