মাগুরার শত্রুজিৎপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি : কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষে ‘উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার গুরুত্ব’ শীর্ষক আলোচনাসভা করেছে প্রেসিডেন্সি ইন্সটিটিউট অব টেকনোলজি নামে সদরের গোয়ালবাথান এলাকার একটি প্রতিষ্ঠান। বুধবার সদরের শত্রুজিৎপুর কালি প্রসন্ন উচ্চ বিদ্যালয় চত্ত¡রে এ সভা অনুষ্ঠিত হয়।

শত্রুজিৎপুর কালিপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সঞ্জিৎ কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন- প্রেসিডেন্সি ইন্সটিটিউট অব টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নবীব আলী, শত্রুজিতপুর আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নন্দ দুলাল দাস, নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার শিক্ষক আক্তার হোসেন, নহাটা কলেজের অধ্যাপক নওশের আলী, প্রশিক্ষক রিয়াজুল হক, স্থানীয় আওয়ামীলীগ নেতা জহুর আহমেদ, আব্দুল কুদ্দুস বিশ্বাস, শিক্ষিকা অমৃতা দত্তসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা কারিগরি শিক্ষার মাধ্যমে আত্ম কর্মসংস্থানের নানা বিষয় তুলে ধরেন। বক্তারা জানান- দেশকে সত্যিকারের উন্নত সমৃদ্ধ ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে কারিগরি শিক্ষা গ্রহণই সবচেয়ে সঠিক পন্থা। পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।