মাগুরায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ রবিবার জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে উদ্ভাবনী প্রদর্শন ও আলোচনা সভা মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক(উপ-সচিব) খোন্দকার আজিম আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক আজুমল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।

সভায় জানানো হয়, সরকারি কর্মচারিদের মেধা মননশীলতা, সৃজনশীল কর্ম ও উদ্ভাবনী প্রায়সকে উৎসায়িত করার মাধ্যমে কর্মস্পৃহা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষে ২০১৬ সালের ২৩ জুলাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মত জনপ্রশাসন পদক প্রদান করেন। এতে সরকারি কর্মচারিদের মধ্যে বিপুল উৎসাহের সৃষ্টি হয়েছে। এ কারনে ২৩ জুলাই ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ ঘোষনা করা হয়েছে। জনপ্রশাসনের ভূমিকা,সরকারের ইতিবাচক পদক্ষেপসমূহ ও সাফল্য জনগণের সামনে অনুষ্ঠানিকভাবে তুলে ধরতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় শালিখা উপজেলা আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আখতার, জেলা হিসার রক্ষণ কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা সদর উপজেলা এসিল্যান্ড জাকির হোসেন জনবান্ধব,দ ক্ষ ও সেবা সহজতর করতে তাদের প্রতিষ্ঠানের জন্য নেয়া বিভিন্ন ‘সেবা উদ্ভাবনী’ প্রদর্শন করেন।