দাবি আদায়ে রাবির প্যারিস রোডে হাজারো শিক্ষার্থী

ইয়াজিম ইসলাম পলাশ , রাবি প্রতিনিধি: বাসের ট্রিপ বাড়ানো, খাবারের মান বৃদ্ধি, প্রতিদিন গ্রন্থাগার খোলা রাখা ও ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হাজারো শিক্ষার্থী। রোববার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিভাগের সঙ্গে প্রতিবছর যেখানে শিক্ষার্থী সংখ্যা বাড়ছে, বিশ্ববিদ্যালয়ের সময়সূচি বাড়ছে সেখানে কোন যুক্তিতে আপনারা বাসের ট্রিপ কমিয়ে দিচ্ছেন? খাবারের দাম বাড়ানো হয়েছে, কিন্তু খাবারের মানতো বাড়েনি। আমাদের এতো বড় কেন্দ্রীয় গ্রন্থাগার, কিন্তু সেখানে প্রয়োজনীয় বই পাওয়া যায় না, প্রতিদিন গ্রন্থাগার খোলা পাওয়া যায় না।

আমরা কেন প্রশাসনের সুবিধামতো পড়াশোনা করবো। শিক্ষার্থীদের সুবিধামতো গ্রন্থাগার সপ্তাহের সাত দিনই খোলা রাখতে হবে বলে দাবি জানান তারা।

তারা আরও বলেন, ‘আমাদের ক্যাম্পাসে আমরা থাকবো, পড়াশোনা, ঘোরাঘুরি ও খেলাধূলা করবো। এখানে পুলিশ বাধা দেওয়ার কে? যখন বহিরাগতরা ক্যাম্পাসে এসে দৌরাত্ম দেখায়, ছিনতাইয়ের ভয়ে সন্ধ্যায় বের হওয়া যায় না, তখন পুলিশ কোথায় যায়, তখন প্রশাসন কি করে আমরা জানতে চাই। আমরা স্বাধীনভাবে চলতে চাই, আমরা ডানা মেলে উড়তে চাই।

একটু বৃষ্টি হলেই ক্যাম্পাসে হাটুপানি জমে যায়, রাস্তাগুলো অজপাড়াগায়ের রাস্তার থেকেও খারাপ অবস্থা, এসবগুলো প্রশাসন কেন সমাধাণ করছে না।’ দাবিগুলে দ্রুত মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

ইসলামিক স্টাডিজ বিভাগের মাসুদ মুন্নাফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহুয়া মিতু, রসায়ন বিভাগের শাহরিয়ার শুভ, গণিত বিভাগের হাবিবুর রহমান, অর্থনীতি বিভাগের ইসতিয়াক আহমেদ, ফলিত গণিত বিভাগের শাহাদাত হোসেন, নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার আলম, ইংরেজি বিভাগের কিংশুক কিঞ্জল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আব্দুল মজিদ অন্তর প্রমুখ।

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে নিজেদের দাবি সম্বলিত একটি স্বারকলীপী তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রেরণ করে।