মাগুরায় শিশু সুরক্ষা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ
মাগুরা প্রতিনিধি : মাগুরার সদর উপজেলার শত্রু জিৎপুর আব্দুল গণি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রবিবার ‘শিশু সুরক্ষা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে’ কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিপ্তরের আয়োজনে স্থানীয় সরকারি বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শত্রæজিৎপুর ইউনিয়নের ৪টি স্কুলের প্রায় ১ হাজার ছাত্রী অংশ নেয়।
সমাবেশে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট তানজিরা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুস্তম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, জাইকা প্রতিনিধি আশরাফ মাহমুদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের গাইনী বিভাগের কনসালটেন্ট শামসুন্নাহার লাইজু, শত্রæজিৎপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট সঞ্জিত কুমার বিশ্বাস, গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান রাজিব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দ দুলাল দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বাল্যবিবাহের বিভিন্ন কুফল তুলে ধরে এটি প্রতিরোধে ছাত্রী অভিভাবকসহ সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন