মাঠ ছেরে চলে যাব না, আমাদের মাঠ আমাদের দখলে রাখতে হবে : নৌ মন্ত্রী
মাদারীপুর প্রতিনিধি : জঙ্গিবাদ সন্ত্রাস সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাড়াও এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার মাদারীপুরে সদর উপজেলা ও মাদারীপুর পৌর সভার আয়োজনে স্বাধানীতা অঙ্গনে আয়োজিত মাদারীপুর জেলা শাখার শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সম্বন¦য় পরিষদের সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় কমিটির শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সম্বন¦য় পরিষদের আহবায়ক ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, আমরা কিন্তু মাঠ ছেরে চলে যাব না, আমাদের মাঠ আমাদের দখলে রাখতে হবে। মন্ত্রী আরো বলেন, লড়াই অব্যাহত রাখতে হবে, কেমন করে, ঢাকার রাজ পথ দখল করে মিছিল করে ছিলাম।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সম্বন¦য় পরিষদের যুগ্ন আহবায়ক ইসমত কাদির গামা, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, কেন্দ্রীয় কমিটির শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সম্বন¦য় পরিষদের যুগ্ন আহবায়ক আলাউদ্দিন মিয়া, কেন্দ্রীয় কমিটির শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সম্বন¦য় পরিষদের সদস্য সচিব ওসমান আলী, কেন্দ্রীয় কমিটির শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সম্বন¦য় পরিষদের সহ সদস্য সচিব রোকেয়া প্রাচির, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ডা. সেলিনা আক্তার, কেন্দ্রীয় শ্রমিক নেতা সাহাবুদ্দিন মিয়া, মাদারীপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান হাওলাদার. কেন্দ্রীয় কমিটির শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সম্বন¦য় পরিষদের সদস্য সালাউদ্দিন, মাদারীপুর জেলার শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সম্বন¦য় পরিষদের যুগ্ন আহবায়ক সাকিলুর রহমান সোহাগ তালুকদার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।
মাদারীপুর জেলার শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সম্বন¦য় পরিষদের আহবায়ক খন্দকার খায়রুল হাসান নিলুট এর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন সদস্য সচিব মুক্তিযোদ্ধা তসলিম আহমেদ, যুগ্ন আহবায়ক ডা. রোজাউল আমিন ও যুগ্ন আহবায়ক পল্লবী হাসান, মাদারীপুরের পৌর সভার সাবেক চেয়ারম্যান নুরুল আলম বাবু চৌধুরী, মাদারীপুরের পৌর সভার সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান খান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন