মাথা ছাড়াই বেঁচে থাকতে পারে তেলাপোকা!
অবিশ্বাস্য মনে হলেও আপনি যা ভাবছেন তার থেকেও বেশি শক্তিশালী তেলাপোকা। তেলাপোকা নাকি তার মাথা ছাড়া দিব্যি বেঁচে থাকতে অনেক দিন! কোনও ভাবে তেলাপোকার মাথা কাটা গেলে সে তৎক্ষণাৎ মরে যায় না।
কারণ হিসেবে বলা হয়ে থাকে, মানুষের যেমন শ্বাস-প্রশ্বাস থেকে খাদ্যগ্রহণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণ সবকিছুই মাথা দিয়ে হয়, তেলাপোকার ক্ষেত্রে রক্তচাপ বা খাদ্যাভ্যাস শুধুমাত্র মাথার সঙ্গে সংযুক্ত নয়। তেলাপোকার রক্ত ঠাণ্ডা। পাশাপাশি, তেলাপোকাকে কিছু পরে পরেই খাবার খাওয়ার প্রয়োজন হয় না। একবার খাবার খেয়ে এক সপ্তাহ কাটিয়ে দিতে পারে এই পতঙ্গটি।
তেলাপোকার মাথা কাটা গেলে খুব সহজেই নাকি রক্ত জমাট বেঁধে যায়। ফলে গরম রক্ত যে প্রাণীদের বা মানুষের মতো তৎক্ষণাৎ প্রাণ সংশয়ের আশঙ্কা তার নেই। তবে তার বাকি অংশে অন্য কেউ (পিঁপড়া বা অন্য কোনও পোকামাকড়, ব্যাকটিরিয়া) আক্রমণ করলে সে ধীরে ধীরে শেষের পথে এগোতে থাকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন