মাদক যুব সমাজের জন্য একটি ভাইরাস : খুলনা বিভাগীয় কমিশনার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/Magura-Anti-drugs-cultural-program-pic-19.12.17-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাদক যুব সমাজের জন্য একটি ভাইরাস। এটিকে প্রতিরোধ করতে হলে সম্মিলিতভাবে সকলকে রুখে দাড়ানোর পাশপাশি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাগুরায় রবিবার মাদক বিরোধী সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে অনুষ্টিত অনুষ্টানে এ কথাগুলো বলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া
‘সুস্থ সংস্কৃতি চর্চাই হোক মাদক নির্মূলের উপায়’ এই শ্লোগান নিয়ে মাগুরা কালেক্টরেট মাঠে শুরু হয়েছে মাদক বিরোধী সাংস্কৃতিক সপ্তাহ। রবিবার সন্ধ্যায় এ সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপেিত্ব এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু প্রমুখ।
প্রতিদিন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মাদক বিরোধী গান, নাটক পরিবেশনার মধ্যে দিয়ে আগামী ২৪ ডিসেম্বর মাদক বিরোধী এ সাংস্কৃতিক সপ্তাহ শেষ হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন