নোয়াখালীতে সপ্তাহব্যাপী যুব গেমসের উদ্বোধন

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : “জয় হোক জয় সবখানে- চাই খুশির পরিবেশ, বিশ্ব জয়ের স্বপ্ন দেখা আমার বাংলাদেশ” এ শ্লোগানে নোয়াখালীর নয় উপজেলার যুব খেলোয়াড়দের নিয়ে সপ্তাহব্যাপী (১৮-২৪ ডিসেম্বর) জেলা পর্যায়ে যুব গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে প্রধান অতিথি জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এ যুব গেমসের উদ্বোধন ঘোষণা করেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম সরদার, বাংলাদেশ সেনাবাহিনী ওয়ারেন্ট অফিসার মো. শাহি জামাল (ই-বেঙ্গল), সার্জেন্ট মো. আমিনুল ইসলাম (ই-বেঙ্গল), কর্পোরাল মো. আনিসুর রহমান (ই-বেঙ্গল) প্রমুখ। এরআগে, সকাল সাড়ে ৯টায় শহীদ ভুলু স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মাইজদী বালিকা বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোরম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী যুব গেমসে ৭টি ডিসিপ্লিনে ১৪টি ইভেন্টে জেলার সদর, সূবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল ও হাতিয়ার যুব খেলোয়াড়রা অংশগ্রহন করবে।