মাদারীপুরে গ্রাম ডাক্তারদের নিয়ে আলোচনা সভা
নাহিদ জামান, মাদারীপুর : মাদারীপুরে আসমত আলী খান সেন্ট্রাল হসপিটাল এর উদ্যোগে, জেলা শিল্পকলা একাডেমিতে করোনা, ডেঙ্গু ও চিকনগুনিয়া নিয়ে গ্রাম ডাক্তারদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। এসময় তিনি সকল গ্রাম ডাক্তারদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। শীতকালীন আবহাওয়া জনিতকারণে এই রোগগুলোর প্রাদুর্ভাব বেশি। এজন্য সকল ডাক্তারদেরকে সতর্কতা ও রোগীদের প্রতি সহানুভূতিশীল হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অনুষ্ঠানের সভাপতি, ডাঃ মোঃ আলী আকবর। গ্রাম ডাক্তার কল্যান সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি, মোঃ গোলাম মোস্তাফা, সিনিয়র সহ-সভাপতি, জুয়েল ব্যাপারীসহ বিভিন্ন কর্মকর্তাগণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন