মাদারীপুরে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার মৃত্যু
মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর দ্রুতগামী একটি ট্রাকের চাপায় আবদুস সালাম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মৃত্যু হয়েছে। সদর উপজেলার শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের খাগদী এলাকার যুব উন্নয়ন অধিদপ্তরের কাছে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আবদুস সালাম সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদী গ্রামের কমল উদ্দিনের ছেলে। তিনি ৫ বছর আগে কৃষি উপসহকারী কর্মকর্তা হিসেবে অবসরে যান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের খাগদী এলাকার যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দিয়ে মোটরসাইকেলে আবদুস সালাম শহর থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে অপর একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে ওই সময় অপর আরেকটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ সালাউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পরে ট্রাকচালক পালিয়ে গেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন