মাদারীপুরে দিনভর থেমে থেমে বৃষ্টি, জনসাধারনের ভোগান্তি

মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরে আজ সোমবার ভোর থেকে বৃষ্টি হচ্ছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি থেমে থেমে চলছে। এদিকে দিনভর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। এদিকে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কে ফোর লেনের কাজ চলছে। আঞ্চলিক মহাসড়কের ফোর লেনের সড়ক মাদারীপুর শহরের প্রান কেন্দ্রের মধ্যে দিয়ে হওয়া পুরান কোর্ট এলাকার মোড়ের সড়কের এ বৃষ্টি জন্য আরোও বেহাল অবস্থা হয়ে পরেছে, এমনিতেই এ এলাকার সড়কে সেখানে সেখানে বড়বড় গর্ত রয়েছে, এ বৃষ্টিতে আরোও খারাপ অবস্থা হয়ে গেছে, যানবাহন চলাচল করছে ঝুকি নিয়ে, যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এছারাও ঐ সড়কে পাস দিয়ে চলছে ড্রেন নির্মানের কাজ এতে আরোও ঝুকি বেড়ে গেছে।

মাদারীপুরে দিনভর বৃষ্টির কারনে মানুষ কাজ ছারা ঘর থেকে বের হচ্ছে না। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে না। মাদারীপুরে কিছু কিছু এলাকার ডোবা, খাল ও পুকুর ভরে গিয়ে রাস্তায় বৃষ্টির পানি উঠে আসছে এতে সড়কের জনসাধারনের চলাচলের সাময়িক অসুবিধা সৃষ্টি হয়েছে। বিশেষ করে শুকুনি এলাকার সড়ক গুলিতে। কিছু এলাকায় সড়ক থেকে নিচু হওয়া সেখানকার অফিস এবং স্কুলে গুলিতে বৃষ্টির পানিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। শহরের এলাকা গুলিতে সব জাগায় ড্রেন নির্মানের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি।

তাই বৃষ্টির পানির সরবরাহ ঠিক মত হচ্ছে না। তাই বৃষ্টি হলেই শহরের কিছু এলাকায় পানি সড়কে উঠে আসে, এতে জনসাধারন সাময়িক ভোগান্তিতে পরে। অবশ্য ড্রেন নির্মান এবং মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের ফোর লেনের কাজ শেষ হলেই এর একটি স্থায়ী সমাধান হবে।

এদিকে জানাযায়, এ সময়ে আমাবস্যার কারনে সাগরে জোয়ার চলছে। দেশে বৃষ্টি আরোও বেশ কয়েক দিন চলতে পারে, কারন এখন বর্ষাকাল চলছে।