মাদারীপুরে বিজয় ফুল তৈরি ও বিজয় ফুল উৎসবের আলোচন সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/New-Picture-2.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আজ বুধবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘বিজয় ফুল তৈরি ও বিজয় ফুল উৎসব’ এর আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক পর্যায় স্কুলের ছেলে-মেয়েদের অংশগ্রহনে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন হাওলাদার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন জাহান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, মাদারীপুর পৌর সভার সাবেক মেয়র নুরুল আলম বাবু প্রমুখ।
‘বিজয় ফুল তৈরি ও বিজয় ফুল উৎসব’ এর আলোচন সভাটির সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুদ্দিন গিয়াস।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন