মাদারীপুরে ভেজাল সরিষার তেলসহ আটক এক
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বিসিক শিল্পনগরীর একটি কারখানা থেকে প্রচুর পরিমাণে ভেজাল সরিষার তেল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এর সদস্যরা। সেই সাথে কারখানাটি সিলগালা করে মালিক হাবিবুর রহমানকে (৫১) আটক করে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। আটক ব্যাক্তি মাদারীপুর পৌর এলাকার মৃত ইদ্রিস হাওলাদারের ছেলে।
ঘটনার সূত্র থেকে জানা যায়, মাদারীপুর শহরের বিসিক শিল্পনগরীর এলাকার রাফিয়া এন্টারপ্রাইজ নামের একটি কারখানায় মঙ্গলবার সকালে র্যাব-৮ এর সদস্যরা গোপন খবরের উপরে ভিত্তি করে অভিযান পরিচালনা করে ঐ কারখানায় প্রচুর পরিমাণে ভেজাল সরিষার তেল দেখতে পাওয়া যায়। এ সময়ে প্রচুর পরিমাণে পাম ওয়েল ও নকল সরিষার তেল জব্দ করা হয়।
র্যাব-৮ এর সূত্র থেকে জানা যায়, অনুমোদনহীনভাবে মানব দেহের ক্ষতিকর পাম ওয়েল মিশ্রিত করে খুবেই নি¤œমানের সরিষার তেল তৈরী করে আসছিল। অভিযানের সময়ে কারখানা থেকে ভেজাল পাম ওয়েল ও নকল সরিষার তেল জব্দ করা হয়েছে। এর মালিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়ে থাকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন