মাদারীপুরে মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্রীকে কুপিয়ে জখম
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/কুপিয়ে-জখম.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরের ছিলারচর দাখিল মাদরাসার ছাত্রী ইতিকে কে বা কাহারা শরীয়তপুরের জাজিরা উপজেলার চর শিমুলিয়া গ্রামের কলাবাগানে ধরে নিয়ে বেধে মারধরের পরে কুপিয়ে জখম করে। ইতির মাদারীপুরের সদরে বাড়ি, স্থানীয় ছিলারচর দাখিল মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্রী।
সূত্র থেকে জানাযায়, মঙ্গলবার সকালে মাদরাসার ছাত্রী ইতিকে কে বা কাহারা শরীয়তপুরের জাজিরা উপজেলার চর শিমুলিয়া গ্রামের কলাবাগানে ধরে নিয়ে, সেখানে বোরকা পরিহিত নারীসহ বেশ কয়েকজন যুবক মিলে হাত-পা বেঁধে ছাত্রীকে প্রথমে মারধর পরে শরীরের অনেক স্থানে কুপিয়ে জখম করে। জখমের সময়ে মেয়েটি চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। বিকেলে ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেন, মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া যায়, এর মধ্য হাতের জখম বেশী গুরুতর। ধর্ষণের শিকার হয়েছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
মাদারীপুর সদর থানার পুলিশ কর্মকর্তা বলেন, এ খটনার ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন