জাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু আগামীকাল

শাহিনুর রহমান শাহিন, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউ মডেল ইউনাইটেড নেশন (জেইউমুনা)’র উদ্যোগে এই সম্মেলনে ৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনশ’ শিক্ষার্থীর অংশ নিবে বলে জানিয়েছেন জেইউমুনা’র সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রিন্স।

লিখিত বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, “মডেল ইউ এন সেই সব ছাত্র-ছাত্রীদের জন্য যারা ভবিষ্যতের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করতে চায়। মডেল ইউএন সম্মেলন থেকে শিক্ষার্থীরা সমঝোতা, নেটওয়ার্কিং নীতি প্রণয়ন, সমস্যা সমাধান ও বক্তৃতা দেওয়ার মত দক্ষতা অর্জন করতে পারবে। সে দিক থেকে জাহাঙ্গীরনগর মডেল ইউএন-২০১৭ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে বলে তিনি জানান। ”
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক নানা সমস্যা এবং সম্ভাবনা নিয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৫ সাল থেকে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে।