মাদারীপুরে মৎস্য মেলার সমাপনী অনুষ্ঠান

মাদারীপুর প্রতিনিধি : ‘মৎস্য কেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে মঙ্গলবার সকালে মৎস্য মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে অতিথিদের মধ্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে স্বাধীনতা অঙ্গনে আয়োজিত ছয় দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য মেলার শেষদিনে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন. পুরস্কার বিতরণ করা হয়।

মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার উত্তম কুমার পাঠক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওবাইদুর রহমান খান, মাদারীপুরের পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুরের পৌরসভার সাবেক মেয়র চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরী, মাদারীপুরের পৌরসভার সাবেক মেয়র মো: খলিলুর রহমান খান, জেলা শাখার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার প্রমুখ। সমাপনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।

পরে অতিথিদের মাঝে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের পক্ষে থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়ে থাকে। এ মেলায় মোট বিভিন্ন ধরনের ১২টি স্টল ছিলো।