মাদারীপুরে যুবলীগ নেতাকে হত্যাকারিদের ফাঁসির দাবীতে মানববন্ধন
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আলোচিত ৩নং ওয়ার্ডের যুবলীগ নেতা মো: এরশাদ মুন্সীর হত্যার প্রতিবাদে এ হত্যার সাথে জরিতদের ফাঁসি দাবীতে মাদারীপুর জেলার সর্বস্তরের জনগন শহরে এক মানববন্ধন ও বিক্ষোত মিছিলে অশংগ্রহন করেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, মাদারীপুরের যুবলীগ নেতা এরশাদ হত্যার প্রধান আসামি জসিম গৌড়াসহ অন্যান্যরা হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে শহরে এক মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আজ রবিবার দুপুরে হত্যাকারিদের ফাঁসির দাবীতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে মাদারীপুর জেলার সর্বস্তরের জনগন।
গত ১৯ জুন মাদারীপুর শহরের সবুজ বাগ লঞ্চঘাট এলাকার মস্জিদের পিছনে পরিকল্পিতভাবে প্রকাশ্য ঘাতকরা যুবলীগ নেতা এরশাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত্যু হয়েছে বলে জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন