মাদারীপুরে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সরকারি কর্মচারীদের মানববন্ধন

মাদারীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ১১-২০ গ্রেড ভুক্ত সরকারি কর্মচারী ঐক্য পরিষদ ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ অক্টোবর) দুপুরে অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের শিক্ষা,স্বাস্থ্য, কৃষি, এলজিইডি, পুলিশ অফিসের কর্মচারী, সড়ক ও জনপথসহ সকল অধিদপ্তরের জেলা ও উপজেলা দপ্তরের ১১- ২০ গ্রেডের বিভিন্ন কর্মচারীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনটিতে সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এসময়ে সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আবদুর রহমান বাচ্চু, মো. আসাদুজ্জামান, মো. মনিরুজ্জামান, সাহদুল ইসলাম রিপন, মোহাম্মদ আকতার হোসেন প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, পে কমিশন গঠনপূর্বক বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বেতন ভাতাদি পুনর্র্নিধারণ, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ নির্ধারণের দাবি জানান।