মাদারীপুর পৌরসভার ১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

মাদারীপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১১৯ কোটি ৫৭ লাখ ২১ হাজার ৯৫১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ এ বাজেট ঘোষণা করেন।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় মাদারীপুর পৌরসভার আয়োজনে নতুন কোনো কর আরোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করা হয়। এতে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত আয় ধরা হয়েছে ১১৯ কোটি ৫৭ লাখ ২১ হাজার ৯৫১ টাকা এবং প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১১৬ কোটি ৫৯ লাখ ৬৯ হাজার ৮৬৪ টাকা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, যুবলীগের সভাপতি আতাহার সরদার, টিআইবি কর্মকর্তা, সনাক সদস্য সহ অনেকেই।