মান্না মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা জানালেন চিত্রনায়িকা শাহনূর

গণমানুষের নায়ক মান্না ওরফে আসলাম তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মান্নার পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজনের মাধ্যমে স্বরণ করছে তার পরিবার।

মান্নার গ্রামের বাড়ি টাঙ্গাইলের এলেঙ্গা উপজেলার কালিহাতিতে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছে মান্না ফাউন্ডেশন। এখানেই চিরনিন্দ্রায় শায়িত তিনি। জীবদ্দশায় অনেক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন মান্না। বাংলা সিনেমার দর্শক আজও মনে ঠাঁই দিয়ে রেখেছেন মান্নাকে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মান্নার স্ত্রী শেলী মান্না ও মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে।

মান্না মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা শাহনূর বলেন, অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল, প্রিয় নায়ক মান্না ভাইয়ের প্রতি। আপনি বেঁচে থাকলে হয়তো, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির, এত দুরবস্থা হতো না।

আপনাকে অসম্ভব মিস করি আমরা। আল্লাহ, আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।