মার্চ-এপ্রিল মাসে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর ১ হাজার ৩৫৪ কোটি টাকা রাজস্ব আদায়

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রি অফিসগুলো গত মার্চ ও এপ্রিল মাসে ১ হাজার ৩৫৪ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৯৭১ টাকা রাজস্ব আদায় করেছে। এর মধ্যে কেবল মার্চ মাসে রাজস্ব আদায় করেছে ৯৫০ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ২৭৫ টাকা। এপ্রিল মাসে রাজস্ব আদায় হয়েছে ৪০৩ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৬৯৬ টাকা।
আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ারকে পাঠানো এক চিঠিতে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক এসব তথ্য জানান।
মহাপরিদর্শক জানান, মার্চ ও এপ্রিল মাসে উক্ত রাজস্ব আদায়ে দলিল সম্পাদন হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৩৪০ টি। এর মধ্যে মার্চ মাসে ৩ লাখ ৫১ হাজার ৩১৫ টি এবং এপ্রিল মাসে ১ লাখ ২৮ হাজার ২৫ টি দলিল সম্পাদন হয়েছে।
মার্চ ও এপ্রিল মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলাসমূহ হচ্ছে যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন