মালিঙ্গাকে পেছনে ফেলে সাকিবের বিশ্বরেকর্ড
ওমানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বের ম্যাচে ইতিমধ্যেই দুটি উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তাতেই গড়েছেন বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার উপরে উঠে এসেছেন তিনি।
স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৬ উইকেট ছিল সাকিব আল হাসানের। বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের রিচি বেরিংটনের উইকেট নিয়ে মালিঙ্গার পাশে বসেন সাকিব। এরপর মাইকেল লিস্ক-এর উইকেট নিয়ে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ড গড়েন সাকিব।
৮৪ ম্যাচ খেলে ১০৭ উইকেট নিয়ে শেষ হয়েছে মালিঙ্গার ক্যারিয়ার। আজ প্রথম উইকেট নেওয়ার সময় লঙ্কান কিংবদন্তিকে ছুঁয়ে ফেলেন সাকিব। পরে স্কটিশ ব্যাটসম্যান মাইকেল লিস্ককে ফিরিয়ে এককভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বনে যান সাকিব আল হাসান।
সাকিবের রেকর্ড এখানেই থেমে নেই। ক্রিকেটের তিন সংস্করণে ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার তিনি, যার ব্যাটে ১২ হাজার রান এবং বল হাতে নিয়েছেন ৬০০ উইকেট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন