মাশরাফির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার মৃত্যু

ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে উঠে আসা মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন। জাতীয় দলের অধিনায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা নড়াইল ডিবি পুলিশের কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম মিন্টু (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। নিহত মনিরুজ্জামান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার মাশরাফি বিন মর্তুজা নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকার হবখালী, মিঠাপুর, নলদী, ব্রাহ্মণডাঙ্গা,কলাগাছী,কাশিপুর বোর্ড অফিস হয়ে দুপুরে দেবী-সত্রহাজারী শ্বশুরবাড়ি এলাকায় নির্বাচনী পথসভা করেন।

বিকালে শ্বশুরবাড়ি এলাকা থেকে লোহাগড়ায় ফেরার সময় তার সঙ্গে থাকা জেলা ডিবি পুলিশের এএসআই মনিরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মুহাইমিন জিসান তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় হাসপাতালে উপস্থিত মাশরাফি ও ডিবি পুলিশসহ অনেকে কান্নায় ভেঙে পড়েন। হাসপাতাল চত্বরে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়।এ ঘটনায় মাশরাফি দিনের বাকি কর্মসূচি স্থগিত করে হাসপাতালে অবস্থান করেন।