মাশরাফি কি টেস্ট দলে ফিরবেন?

বেশ কিছুদিন ধরেই তাঁর টেস্ট দলে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। অবশ্য তা নিয়ে কখনোই হ্যাঁ বা না কিছুই বলেননি মাশরাফি বিন মুর্তজা। সংবাদ মাধ্যমকেও বিভিন্নভাবে এড়িয়ে গেছেন তিনি। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের চোট নতুন আবার আলোচনায় এসেছেন নড়াইল এক্সপ্রেস। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে কি ফিরতে পারেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক? চমক জাগানিয়া খবর হলো, প্রয়োজন হলে নাকি মাশরাফি টেস্ট দলে ফেরতেও পারেন।

আজ শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর মাশরাফি বলেন, ‘টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের চোট আমাদের অনেকটাই পিছিয়ে দিয়েছে। তবে দলের প্রয়োজন হলে হয়তো আবার চিন্তা করা যেতেও পারে। অবশ্য ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ যথেষ্টই যোগ্য। আমার বিশ্বাস সে ভালোভাবেই দল পরিচালনা করতে পারবে।’

সাকিব না থাকায় কিছুটা ক্ষতি হলে দলে আরো যোগ্য ক্রিকেটার রয়েছেন বলে মনে করেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, ‘নি:সন্দেহে সাকিবের মতো খেলোয়াড় না থাকাটা একটা দলের জন্য অনেক বড় ক্ষতি। তা ছাড়া সাকিব বাংলাদেশ দলের সেরা খেলোয়াড়। তবে বাংলাদেশ দলে আরো অনেকই আছেন, যারা পারেন ম্যাচ বের করে আনতে।’

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের সফরে চোটে আক্রান্ত হয়ে মাশরাফি টেস্ট দল থেকে ছিটকে পড়েছিলেন। এর পর সীমিত ওভারের ক্রিকেট খেললেও দীর্ঘদিন টেস্ট দলে বাইরে তিনি। এবার দলের প্রয়োজন মুহূর্তে আবার ফিরলে আবাক হওয়ার কিছু থাকবে না।