মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

মিয়ানমারে সপ্তাহখানেক আগে সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশ অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, মিয়ানমারের সামরিক নেতা, তাদের পরিবারের সদস্য এবং তাদের ব্যবসার ওপর নিষেধাজ্ঞা পড়তে যাচ্ছে এই পদক্ষেপের ফলে।

জানা গেছে, নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশ অনুমোদন হওয়ার ফলে যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমার সেনাবাহিনীর জন্য বিশাল অঙ্কের অনুদান বন্ধ হয়ে যাচ্ছে।

আরো জানা গেছে, মিয়ানমারে শক্তিশালী রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের এবং মিয়ানমার সরকারের উপকারে আসার মতো মার্কিন ‘সম্পদ’ জব্দ রাখবে জো বাইডেন প্রশাসন।

জো বাইডেন বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীকে আহ্বান করছি- শিগগিরই গণতান্ত্রিক রাজনৈতিক নেতা এবং কর্মীদের যেন মুক্তি দেয়।

বাইডেন আরো বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই দখলে নেওয়া ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং সে দেশের জনগণের গত ৮ নভেম্বরের নির্বাচনের রায়কে সম্মান জানাতে হবে।

সূত্র: বিবিসি