মিরপুরে জাল মুদ্রার কারখানায় ৪০ লাখ রুপি জব্দ
রাজধানীর মিরপুরের মনিপুরী এলাকায় একটি জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। সেখান থেকে ৪০ লাখ জাল ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। অভিযান চলছে।
রবিবার দুপুর থেকে অভিযান শুরু হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মিজানুর রহমান ভূঞা ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সেখানে অভিযান চলছে জানিয়ে মিজানুর রহমান বলেন, এই পর্যন্ত সেখান থেকে ৪০ লাখ ভারতীয় জাল মুদ্রা উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন