মিরপুরে বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরের কালসীর বি’ব্লক বস্তিতে আগুন লেগেছে।

মঙ্গলবার দিবাগত রাত ২ টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

কীভাবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের সার্চ টিম কোথাও কেউ হতাহত আছে কিনা তা দেখছে।

খুব অল্প সময়ের ব্যবধানে রাজধানীর তিনটি বস্তিতে আগুনের ঘটনা ঘটল। এ বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, এখন আগুনের সিজন, আমরা এটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছি।

তিনি আরো জানান, এখানে বস্তি আছে। বস্তির ছোট ছোট ঘরে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ব্যাটারির ফ্যাক্টরি থেকে আগুন লেগে থাকতে পারে। আমরা তদন্ত কমিটি গঠন করে এ ব্যাপারে জানাতে পারব। বস্তি এলাকায় অনেক ধরণের অসতর্কতা দেখা যায়। আমরা এখনো হতাহতের খবর পাইনি। আগুন আর বাড়বে না। একটু সময় লাগবে।

কালসীর বস্তিতে আগুনের ঘটনায় অন্তত ৫০ থেকে ৬০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।