মিরাজের হাত ধরে বাংলাদেশের চতুর্থ সাফল্য

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশকে ভালোই ভুগিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। মাত্র তিন উইকেট হারিয়েই স্কোরবোর্ডে জমা করে ফেলেছিলেন ৫০৪ রান। আজ চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশকে ছাড়িয়ে প্রথম ইনিংসে লিডও নিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ বল হাতে চতুর্থ সাফল্যটি পেয়েছে প্রথম সেশনেই। ১০৯ রান করা রোশেন সিলভাকে সাজঘরে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই প্রতিবেদন লেখার সময় লঙ্কানদের স্কোর: ৫৬২/৪।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানেই এক উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। তবে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনেই সেই প্রাথমিক ধাক্কা সামলে নিয়েছিল লঙ্কানরা। দ্বিতীয় উইকেটে ৩০৮ রানের জুটি গড়ে বাংলাদেশের বোলারদের ভালোই ভুগিয়েছেন কুশল মেন্ডিস ও ধনঞ্জয় ডি সিলভা। দুজনেই পূর্ণ করেছেন শতক।
গতকাল তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতে ডি সিলভাকে আউট করে লঙ্কান প্রতিরোধ ভেঙেছেন মুস্তাফিজুর রহমান। ১৭৩ রান করে আউট হয়েছেন ডি সিলভা।
দ্বিশতকের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে মেন্ডিসকেও। ১৯৬ রান করে আউট হয়েছেন এই ডানহাতি ওপেনার। তবে চতুর্থ উইকেটে আবার ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন দিনেশ চান্দিমাল ও রোশেন সিলভা। লঙ্কান অধিনায়ক চান্দিমাল দিনশেষে অপরাজিত আছেন ৪৪ রান করে। আর রোশেন সিলভা পৌঁছে গেছেন শতকের দ্বারপ্রান্তে। অপরাজিত আছেন ৯৪ রান করে।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনেই শতকের দেখা পেয়েছিলেন ধনঞ্জয়। তৃতীয় দিনের শুরুতেই তাঁর পাশে নাম লিখিয়েছেন কুশল মেন্ডিস। ১৭৩ রান করে দ্বিশতকের পথেই হাঁটছিলেন ধনঞ্জয়। কিন্তু তাঁকে সেখানেই থামিয়ে দিয়েছেন মুস্তাফিজ। আর মেন্ডিস পৌঁছে গিয়েছিলেন দ্বিশতকের আরও কাছে। কিন্তু ১৯৬ রানের মাথায় তাঁকে আউট করেছেন তাইজুল ইসলাম।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন