মুক্তিযুদ্ধের চেতনা লালন ও ধারণের প্রত্যাশায় ‘কলারোয়া মুক্ত দিবস’ উদযাপন

৬ ডিসেম্বর, ১৯৭১ থেকে ২০২১, তারিখ একই, সাল ভিন্ন। পেরিয়েছে ৫০টি বছর। তবে বার একই, সোমবার।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর ছিলো সোমবার, অর্ধশত বছর পর ২০২১ সালের ৬ ডিসেম্বরও সোমবার।
এদিনটি সাতক্ষীরার কলারোয়ার ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। ৭১’র এদিনেই স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে কলারোয়ায়। মুক্ত হয় পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে।

সোমবার (৬ ডিসেম্বর, ২০২১) বৈরী আবহাওয়ার মধ্যেও ‘৬ ডিসেম্বর কলারোয়া পাক হানাদার মুক্ত দিবস’ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।

এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গনের দু:সাহসিক স্মৃতিচারণ করেন। প্রত্যাশা করেন মুক্তিযুদ্ধের চেতনা লালন ও ধারণে উদ্বুদ্ধ থাকুক নতুন ও পরবর্তী প্রজন্ম।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক (পদাধিকারবলে) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফসহ বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস।