মুখমণ্ডলবিহীন মাছ!
অস্ট্রেলিয়ার গভীর সমুদ্রে বিজ্ঞানীরা মুখমণ্ডলবিহীন মাছ খুঁজে পেয়েছেন।
মাছটির দৃশ্যমান কোনো নাক, মুখ কিংবা চোখ নেই। সমুদ্রের চার কিলোমিটার গভীরে এ মাছের বাস। যে এলাকায় এ মাছ পাওয়া গেছে, সমুদ্রের ওই এলাকাটি এতদিন অনাবিষ্কৃত ছিল। এএফপি।
গবেষকরা জানাচ্ছেন, মাছটির দৈর্ঘ্য মাত্র অর্ধমিটার। এ মাছটির স্বাভাবিক কোনো চেহারা নেই। মাথার অঞ্চল নির্দিষ্ট বৈশিষ্ট্যের নয়। মাছটির মুখ আছে; কিন্তু তা নিচের দিকে। এজন্য সহজে শনাক্ত করা যায় না। তাসমানিয়া ও কোরাল সমুদ্রের মধ্যবর্তী অঞ্চলে গভীর তলদেশে মাছটির অবস্থান, জানতে পেরেছেন গবেষকরা।
মিউজিয়াম ভিক্টোরিয়ার প্রধান বিজ্ঞানী টিম ও’হারা জানিয়েছেন, মাছটির কোনো দৃশ্যমান মুখমণ্ডল নেই। মাছটির চোখ, নাক থাকলেও হঠাৎ দেখা যায় না। মুখ শরীরের আড়ালে। অস্ট্রেলিয়ান সমুদ্রে এ মাছটি খুবই বিরল।
টিম ও’হারার সহকর্মী ডাই ব্রে জানিয়েছেন, আমাদের ক্যামেরায় এমন একটি মাছ ধরা পড়েছে, যা খুবই বিরল। মাছটির চোখ থাকলেও তা দেখা যায় না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন