মুরগির খাঁচায় আটকাপড়া মেছো বাঘ সাবকটি কুয়াকাটার জঙ্গলে ছেড়ে দিলো বনবিভাগ
পটুয়াখালীর কলাপাড়ায় খাঁচায় আটকা পড়া একটি মেছো বাঘ সাবক উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
শনিবার বিকাল তিনটায় কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন বনে মেছো বাঘটি অবমুক্ত করে কলাপাড়া বন বিভাগ। এর আগে শুক্রবার রাতে কলাপাড়া পৌর শহরের ৪ ওয়ার্ডের সমাজ কল্যান এলাকায় জুঁই জোহরা মঞ্জিলে একটি মুরুিগর খাঁচায় মেছো বাঘটি আটকা পড়ে। পরে মেছো বাঘটি উদ্ধার করে কলাপাড়া বন বিভাগের সদস্যরা।
উপজেলা বন বিভাগ’র কর্মকর্তা আবদুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্ততে খবর পেয়ে আমরা মেছো বাঘটি উদ্ধার করি। ধারনা করা হচ্ছে মেছো বাঘটি একটি ২ বছরের সাবক। তিনি জানন, জেলা বন কর্মকর্তার নির্দেশে প্রাণিটি জঙ্গলে অবমুক্ত করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন