মুসলিমদের সেহরি বাঁচালো লন্ডনের বহুপ্রাণ
যুক্তরাজ্যে পশ্চিম লন্ডনের লাটিমার রোডে গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭০ এর অধিক। এ সংখ্যা কত হবে তা এখনো ধারণা করা যাচ্ছেনা। তবে যাই হোক মৃত্যুর সংখ্যা আরো অনেক বাড়তো কারণ, মধ্য রাতে যখন ভবনটিতে আগুন লাগে তখন সবাই ঘুমিয়ে ছিল। এসময় মুসলিমরা সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে জাগা পান; তারা সবাইকে জাগিয়ে দেন। ফলে মৃত্যুর সংখ্যা অনেক কম হবে বলে ধারণা করা হচ্ছে।
ইন্ডিপেনডেন্ট জানায়, মধ্যরাতের দিকে ভবনটিতে আগুন লাগে। আর এ সময়টাতেই টাওয়ারে বসবাসকারী অধিকাংশ লোক ঘুমিয়ে ছিলেন। মুসলিমরাই প্রথমে ঘটনাস্থলে ছুটে যান এবং টাওয়ার থেকে লোকজনকে সরিয়ে নিতে সাহায্য করেন।
৩৩ বছর বয়সী আন্দ্রে বারোস বলেন, ‘টাওয়ার থেকে লোকজনতে সরিয়ে নিতে মুসলিমরা বড় একটা অবদান রেখেছেন।’ তিনি বলেন, ঘটনাস্থলে আমি যাদেরকে দেখতে পাচ্ছিলাম, তাদের বেশিরভাগই মুসলিম। ক্ষতিগ্রস্তদের খাবার ও কাপড়-চোপড় দিয়ে সহযোগিতা করছিল তারাই।’
ভবনের অভিবাসীরা জানিয়েছে, ২৭ তলা ভবনটিতে ৬০০ থেকে ৮০০ লোকের বাস। আগুন ছড়িয়ে পড়লেও তারা কোনো সংকেত শুনতে পাননি। তবে আশপাশের প্রতিবেশীরাই প্রথমে আগুন লাগার ঘটনাটা টের পান। আর তাদের বেশিরভাগই মুসলিম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন