মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই জঙ্গি ধরতে সাতক্ষীরা সীমান্তে রেড এলার্ট
ঢাকা থেকে পলাতক দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সাতক্ষীরার সীমান্ত এলাকায় রেডএলার্ট জারি করা হয়েছে। সোমবার সকাল থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের অধিকতর সতর্কতার সাথে পারাপার করতে দেয়া হচ্ছে। একই সাথে সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অপস অফিসার মেজর রেজা আহমেদ জানান, জঙ্গিদের ছবি সব বিওপিতে পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
এদিকে ভোমরা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, কোনো পাসপোর্টধারীর ছদ্দবেশে কোনো জঙ্গি যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য সবোর্চ্চ সতর্কতার সাথে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন