মেক্সিকোতে ভূত হয়ে গেছেন ট্রাম্প!

ক্ষমতাগ্রহণের আগ থেকেই প্রতিবেশী দেশ মেক্সিকোর সঙ্গে বৈরী সম্পর্কের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসীন হওয়ার পর মেক্সিকো সীমান্তে দেয়াল তুলে দেয়ারও ব্যবস্থা নেন তিনি। তাই মেক্সিকোতে ট্রাম্প যে খুব একটা পছন্দের নাম নয়, তা বলে দেয়ার জন্য বিশেষজ্ঞ হতে হয় না।

ক্ষিপ্ত মেক্সিকানরা এবার ট্রাম্পকে ভূত বানিয়ে ছেড়েছে। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ব্যস্ত শহরগুলোর মূল সড়কে শোভা পাচ্ছে ব্যতিক্রমী এক বিলবোর্ড। সেখানেই দেখা গেছে ভূত ট্রাম্পকে। সোনালী চুল ঠিক থাকলেও তার মুখে লাল ও নীল রঙের মাংস বেরিয়ে পড়ছে। সাদা শার্ট, নীল কোর্টের সঙ্গে ট্রাম্পের পরা টাইটি লাল রঙের। বিলবোর্ডে ট্রাম্পের মুষ্ঠিবদ্ধ হাত। পেছনে লাল-নীল-সাদা রঙের মার্কিন পতাকা। সেখানে ট্রাম্পের সেই বিখ্যাত ‘আমেরিকাকে আবার মহান করো’ স্লোগান জুড়ে দেয়া হয়েছে। সূত্র : এনডিটিভি