ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়ে সভা অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার (৫ জানুয়ারী) বিকাল ৩টায় অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিনের সভাপতিত্বে বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার ভুমি নিকাহাত আরা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর প্যানেল মেয়র নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান গৌরীপুর প্রেসক্লাবে সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি।
সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, অসিত কুমার দেবনাথ, মাওহা ইউনিয়নের চেয়ারম্যান আল ফারুক, বোকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আল মোক্তাদির শাহিন, উপজেলা প্রকৌশলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল নাসের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. হেলাল উদ্দিন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন