ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন আয়োজনে ৭ মার্চ পালিত
ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন আয়োজনে মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০ টায় সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু কর্নারে শিক্ষকবৃন্দ, রোভার স্কাউট, বিএনসিসি, কর্মচারী ও ছাত্রছাত্রীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর পরই কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মিল্টন ভট্টাচার্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক
আবুল কাশেম।
এসময় ৭ মার্চ সম্পর্কে সর্বাধিক গুরুত্বপূর্ণ আলোচনা করেন উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক তাসনোভা ফাইরুজ সেঁউতি।
রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক বিপুল কুমার পাল,
আরবি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আঞ্জুম পপি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিলুফার আনজুম পপির পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়। অভূতপূর্ব সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক শিপন আহাম্মদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন