ময়মনসিংহের গৌরীপুরে সর্বপ্রথম সিজারিয়ান অপারেশনের শিশুর জন্ম গ্রহন
সোমবার (২৮ নভেম্বর) গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা শিশু জন্ম গ্রহণ করে। অপারেশন পরবর্তী মা ও শিশু উভয়ই সুস্থ ও স্বাভাবিক আছেন।
চলতি মাসে চালু হওয়া এই বিশেষ সেবা ব্যবস্থাপনায় অদ্যাবধি জরুরী প্রসূতিসেবা নিশ্চিতকরনে উপজেলা হাসপাতালটিতে সেবাপ্রত্যাশী মোট ৫ জন মা’কে শল্য চিকিৎসা (৪ টি সিজারিয়ান অপারেশন ও ১ টি ডি এন্ড সি) প্রদান করা হয়।
এরই প্রেক্ষিতে নিয়মিত এ সেবা কার্যক্রম অব্যহত রাখায় অপারেশন টীমে দায়িত্ব পালনকারী কনসালট্যান্টবৃন্দ, মেডিক্যাল অফিসার ও সিনিয়র স্টাফ নার্সসহ সংশ্লিষ্ট সকলকে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন