ময়মনসিংহের গৌরীপুরে ৫ শতাধিক প্রতিবন্ধীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/IMG-20230418-WA0001-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরের পাঁচশতাধিক প্রতিবন্ধী মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ (নগদ অর্থ) উপহার দেয়া হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার গুঁজিখা আরএমজি এগ্রো ইন্টারন্যাশনালের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
অপ্রত্যাশিত ভাবে ঈদ উপহার হাতে পেয়ে প্রতিবন্ধী মানুষগুলোর মুখে হাসি ফুটে উঠে। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি মোঃ উজ্জল মিয়া, সাধারণ সম্পাদক এখলাস উদ্দিন নয়ন, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন উজ্জল, পৌরসভার ২নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক শিপন মিয়া, বোকাইনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ:লীগ সভাপতি লিটন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন