ময়মনসিংহের তারাকান্দাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনার লক্ষ্যে যৌথসভা অনুষ্ঠিত
ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে ’ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২০ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহের উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অতিরিক্ত জেলা প্রসাশক মাহ্ফুজুল আলম মাসুম।
আরো বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, ইউপি চেয়ারম্যান খাদেমুল আলম শিশির,সামছুল আলম রাজু, আলতাব হোসেন খন্দকার, ইকরামুল হক তালুকদার, আব্দুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আঃমোতালেব ইউপি উপ-সহকারী ভূমি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলার ৯টি স্থানে, ৪টি ধাপে মোট ১৫১ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন