ময়মনসিংহে গরু চোর চক্রের ২ সদস্য আটক
ময়মনসিংহের তারাকান্দায় আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত চোর চক্রের দুই সদস্য হল- দূর্গাপুর উপজেলার চর দূর্গাপুর গ্রামের ওসমান গনির পুত্র জামিরুল ইসলাম (১৭) এবং শাহারুল (২১)।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩’টায় একটি নীল রঙের পিকাপে করে ময়মনসিংহ সদর উপজেলার চর দূর্গাপুর এবং কোনাপাড়া এলাকার জনৈক আনোয়ার হুসেন এবং আজারুলের ২ টি গরু চুরি করে নিয়ে যাবার সময় তারাকান্দা উপজেলার বালিখাঁ বাজারের পাহারাদার এবং স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে জামিরুল এবং শাহারুলকে আটক করে।
পরে তারাকান্দা থানায় খবর দিলে থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে গরুগুলো তারা ময়মনসিংহ সদর উপজেলা থেকে জামালপুর নিয়ে যাবার চেষ্ঠা করছিলো।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, চোর এবং গরুগুলো থানা হেফাজতে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন