ময়মনসিংহে পিকআপ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত-১
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/IMG-20221126-WA0015.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গফরগাঁও টু ভালুকা সড়কে রাওনা ইউনিয়নের ধোপাঘাট এলাকায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী মোখলেছ (৬০) নিহত হয়েছেন।
শনিবার (২৬ নভেম্বর) সকালে গফরগাঁও -ভালুকায় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। সে ছয়ানী রসুলপুর ইউয়নের হুলকি শেখের ছেলে। এঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোখলেছ চার সন্তানের জনক অটোরিকশা দিয়ে ব্রহ্মপুত্র নদীতে মাছ শিকারের উদ্দেশ্যে গফরগাঁওয়ে আসছিল। সকাল সাড়ে ৬ টার দিকে গফরগাঁও টু ভালুকা সড়কে ধোপাঘাট বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি একটি পিকআপের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটো রিকশার যাত্রী ছয়ানী রসুলপুর ইউয়নের মোখলেছ, একই এলাকার এমদাদুল (৫০) ও অটোরিকশা চালক রাওনা ইউনিয়নের আমিনুল (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোখলেছকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এমদাদুল ও আমিনুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন