যখন জানতে পারলাম আফ্রিদি, না করতে পারলাম না : জেরিন খান

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির ফ্যান ফলোয়ার্স বিশ্বজুড়ে। এ দলে আছেন বলিউড তারকা জেরিন খানও। সম্প্রতি এ ড্যাশিং ক্রিকেটারকে কাছে পেয়ে হৃদয় নিংড়ানো উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেরিন।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ছয় দলের টি-১০ ক্রিকেট লিগে (টিসিএল) পখতুনস টিমের সেলিব্রিটি অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন জেরিন খান। আর ওই দলেই থাকছেন শহীদ আফ্রিদি। আফ্রিদির কারণেই এই দলের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন বলে জানান জেরিন।

ফ্রাঞ্ছাইজিটির এক অনুষ্ঠানে জেরিন খান বলেন, ‘আমার পরিবার দেশ ভাগের পূর্বেই ভারতে এসেছে। আমি ভারতে জন্মগ্রহণ করেছি এবং এখানেই বড় হয়েছি। কিন্তু আমার মূল তো পখতুন। আমার পরিবার পাঠান। আমি শুনেছি পাকিস্তানের মধ্যে ওই জায়গা অনেক সুন্দর, সেখানকার মানুষও নাকি খুব সুন্দর কিন্তু কখনো যাওয়ার সুযোগ হয়নি।’

আফ্রিদির সম্পর্কে বলতে গিয়ে এ বলিউড সুন্দরী বলেন, ‘আফ্রিদি যখন থেকে খেলা শুরু করেছেন তখন থেকেই আমি তার ভক্ত। যতদূর মনে পড়ে তাঁর বয়স ছিলো ১৬ যখন সে সেঞ্চুরি করেছিলো মাত্র ৩২ কিংবা ৩৫ বলে। আমি তাঁর চুল এবং চেহারার গুণমুগ্ধ ভক্ত ছিলাম।’

এক সাক্ষাৎকারে জেরিন বলেন, ‘যখন জানতে পারলাম আফ্রিদি এই দলে আছে তখন আর না করতে পারলাম না।’

আফ্রিদিকে সামনাসামনি দেখাটাকে ‘স্বপ্ন সত্যি হওয়া’ বলে মন্তব্য করেন জেরিন।

আগামী ডিসেম্বরে শার্জায় শুরু হবে ছয় দলের এ টুর্নামেন্ট। যেখানে খেলবেন বাংলাদেশের তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান।

লিগের ছয়টি দল হলো- মারাঠা অ্যারাবিয়ান্স, পাঞ্জাবি লিজেন্ডস, বাংলা টাইগার্স, কেরালাইটস কিংস, কলম্বো লায়ন্স এবং পখতুনস।