যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আয়োজনে (১১ নভেম্বর) দিনব্যাপী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, কেককাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ ও উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর যুবলীগনেতা সুমন সাহা, সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাজী আলমগীর হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম।
মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমূল হোসাইন, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্তী, হাসানপুর যুবলীগের আহ্বায়ক তুহিন রেজা প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহহ্বায়ক রবিউল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা, পৌর, সকল ইউনিয়ন ও সকল ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন