যশোরের কেশবপুরে শেকড়ের সন্ধানের আলোচনা সভা অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে শেকড়ের সন্ধানের উদ্যোগে “সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা” শীর্ষক সাহিত্য আসরে সাহিত্য আসর, মোড়ক উন্মোচন ও আলোচনা সভা গতকাল বিকালে অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর পি টি এফ মিলনায়তনে আলোক চিত্র শিল্পী মুফতি তাহেরুজ্জামান তাছু‘র সভাপতিত্বে শেকড়ের সন্ধানে’র প্রতিষ্ঠাতা শেখ মিজানুর রহমান মায়ার সঞ্চালনায় প্রধান অতথির বক্তব্য রাখেন সাংবাদিক ওয়াজেদ খান ডবলু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। আরো বক্তব্য রাখেন, কবি এম এ কাসেম অমিয়, সাংবাদিক পরশে চন্দ্র দেবনাথ, কবি ও শিক্ষক আব্দুল কাদের, কবি ও সংগঠক মাসুদা বেগম বিউটি প্রমুখ।
আবৃত্তি করেন, কবি ও সংগঠক বলাই দেবনাথ, কবি আব্দুস সালাম মুর্শেদী, শিক্ষক ও কবি উজ্জ্বল কুমার ঘোষ, কবি মণিরুজ্জামান, কবি অলিয়ার রহমান, কবি গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠান শেষে ওয়াজেদ খান ডবলুকে অহবায়ক ও শেখ মিজানুর রহমান মায়াকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট শেকড়ের সন্ধান সংগঠনের কমিটি গঠন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন