যশোরের বেনাপোলে ইমিগ্রেশনে ইলেকট্রনিক ই-গেট উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/1_20230304_205242_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
স্থলবন্দর হিসেবে দেশের মধ্যে এই প্রথম যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেট উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। উদ্বোধন শেষে বেনাপোল বলফিল্ড মাঠে মাদক-সন্ত্রাস ও জঙ্গিবিরোধী এক সুধী সমাবেশে যোগদান করেন তিনি।
শনিবার (৪ মার্চ) বিকালে বেনাপোল বলফিল্ড মাঠে মাদক-সন্ত্রাস ও জঙ্গিবিরোধী এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
বাংলাদেশ ও ভারত যাতায়াতকারী পাসপোর্টযাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষে যাত্রীরা ই-গেটে পাসপোর্ট শো করলে অটোমেটিক ভাবে ইলেকট্রনিক গেট খুলে যাবে। এতে যাত্রীপ্রতি সময় লাগবে মাত্র ৪০ সেকেন্ড। আগে যাত্রীদের ইমিগ্রেশন করতে কমপক্ষে ৫ থেকে ১০ মিনিট সময় লাগতো। পাসপোর্ট বিহীন কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না।
এসময় আরো বক্তব্য রাখন, স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক।
শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যশোর-১ আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. নাসির উদ্দিন, যশোর-৬ আসনের এমপি শাহীন চাকলাদার, জননিরাপত্তা বিভাগের সচিব আব্দুলাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর মোহাম্মদ নূরুল আনোয়ার, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন ও ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন