যশোরের বেনাপোল সীমান্তে নারী-শিশু পাচার ও চোরাচালান রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
যশোরের বেনাপোল সীমান্তে নারী-শিশু পাচার ও চোরাচালান রোধ এবং অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বেনাপোল সীমান্তের পুটখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, এডি আব্দুলাহ আল মুয়ীদ, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া, পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফফার, এসআই তৌফিকুজ্জামান, পুটখালী বিজিবি ক্যাম্পেরে সুবেদার আজমল হোসাইন, পুটখালী ইউনিয়নের সদস্যগন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আপনারা যারা চোরাচালান, নারী-শিশু পাচার ও মাদক ব্যবসার সাথে জড়িত আছেন এ ব্যবসা ছেড়ে দিয়ে বৈধ ব্যবসা করেন। কোন রকম মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, এই পুটখালী এলাকাকে রোল মডেল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিজিবি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন