যশোরের মণিরামপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/20220503_081247-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
করোনা সংকটের দু’বছর পরে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সারাদেশের ন্যায় যশোরের মণিরামপুরে পালিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
মঙ্গলবার (০৩ মে-২০২২) সকাল ৮টা থেকে শুরু হয়ে ৯টার মধ্যে মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নে ও ১টি পৌরসভার বিভিন্ন ঈদগাঁহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিসহ ছোট-বড় সকল বয়সের পুরুষ মানুষ।
ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মানুষ নিজের আত্মীয় স্বজন, দেশবাসী ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন মানুষেরা এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন