যশোরের মণিরামপুরে সাড়ে ৫০ হাজার শিশু পেয়েছে ভিটামিন এ ক্যাপসুল
যশোরের মণিরামপুরে ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত ৫০ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস, ডাক্তার আমিনুল বারীসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
ডা. তন্ময় বিশ্বাস বলেন- সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৪০৬ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস পর্যন্ত ৬ হাজার একশ শিশুকে ভিটামিন এ প্লাস নীল ক্যাপসুল ও এক থেকে ৫ বছর বয়স পর্যন্ত ৪৪ হাজার ৫০০ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল। তারমধ্যে ১০০ জন বাদে বাকি সব শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় আনা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন